ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালীগঞ্জে অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু

কালীগঞ্জে অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর শেখ ফরিদ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শেখ ফরিদ প্রতিবেশী আলমগীরের শিশুপুত্র মাহিমকে দিয়ে ৩০ টাকার কেরোসিন কিনে আনে। পরে রাত ৭টার দিকে বাড়ির পাশের শ্মশান ঘাটে গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অগ্নিদগ্ধ হয়ে তার শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪৮ ভাগ পুড়ে যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ভোরে শেখ ফরিদ মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরিদ সাংবাদিকদের জানায়, তিনজন অপরিচিত লোক তাকে রাস্তা থেকে ধরে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। শেখ ফরিদের মা ফেরদৌসী বেগম জানান, আমার ছেলে মাদকাসক্ত হয়ে অর্থের অভাবে মানসিক রোগে ভুগছিল। বিভিন্ন সময় মোবাইল চুরির অপরাধে তাকে মারধর করা হয়েছে। মানসিক অসুস্থতার কারণে সে আত্মহত্যা করেছে। কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত