ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে বালু উত্তোলন

ইউপি সদস্যকে আসামি করে থানায় মামলা : গ্রেপ্তার এক

ইউপি সদস্যকে আসামি করে থানায় মামলা : গ্রেপ্তার এক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি মো. রেজাউল করিম ডিএম। তিনি সাটুরিয়া উপজেলার সাভার এলাকার মো. জিলাল উদ্দিনের ছেলে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে তাকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ২০নং কৌড়ি মৌজার ধলেশ্বরী নদীর হামজা ঘাট দিয়ে ধলেশ্বরী নদী হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু-মাটি লুট করে আসছিল একটি চক্র। এই চক্রটি প্রতিদিন ২০-২৫টি মাহেদ্রা দিয়ে দিনে রাতে এভাবেই নদীর বালু-মাটি লুট করত। এ বিষয়ে এলাকাবাসী তাদের বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাত। পরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশনায় বরাইদ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সেলিম মৃধা তার সাথে গ্রামপুলিশ নিয়ে অভিযান চালায়। কিন্তু ওই চক্রটি অভিযান উপেক্ষা করে বালু লুটের কাজ অব্যাহত রাখে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সেলিম মৃধা ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন দেলু ও মো. রেজাউল করিম ডিএমের নাম উল্লেখসহ আরো ২-৩ জনকে অজ্ঞাত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রেজাউল করিম ডিএম কে গ্রেফতার করে। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম মোল্যা জানান, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু-মাটি লুটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরে রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। সকালে তাকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত