নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ

হাজার হাজার গ্রাহক বিপাকে

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেরদৌস আহমদ, নেত্রকোনা

নেত্রকোনায় গত শুক্রবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ৫ হাজারের বেশি গ্রাহক। মেশিনে মাটি কাটার সময় গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে পড়ায় এই সমস্যা দেখা দিয়েছে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার মধ্যবর্তী শ্যামগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তিতাস গ্যাসের নেত্রকোনা জোন অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলজার বিষয়টি নিশ্চিত করেছেন। নেত্রকোনায় তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানি গ্যাস সরবরাহ করে আসছে। বিভিন্ন সূত্র জানায়, গ্যাসের অভাবে রাস্তায় সিএনজিচালিত যানবাহন চলাচল কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সিএনজি নির্ভর অটোরিকশা চালকদের কপালে পড়েছে দুঃশ্চিন্তার ভাঁজ। অধীকতর বিপাকে পড়েছেন গৃহিণীরা। অনেক বাসায় রান্নাবান্নার কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। শহরের সাতপাই এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, রাত ৯টার দিকে রান্না করতে গিয়ে বিষয়টি জানা যায়। পরে জানা যায় যে, গ্যাস সরবরাহের পাইপ কাটা পড়েছে। কলেজ রোডের রিনা আক্তার বলেন, একা থাকি, বাসায় গ্যাসের বিকল্প নেই। খুব সমস্যায় আছি। সিএনজিচালিত অটোরিকশা চালক মঞ্জু মিয়া বলেন, সামান্য গ্যাস আছিল, কিছুক্ষণ চালাইছি। এখন মালিকরে আমদানির টেহা (ভাড়া টাকা) দিবাম কেমনে চিন্তা করতাছি। তিতাস গ্যাসের নেত্রকোনা জোনাল অফিস সূত্র জানায়, জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জবাজার পার্শ্ববর্তী চর-মইলাকান্দা এলাকায় পানিউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সুয়াই নদী পুনর্খননের কাজ চলছে। নদীতীরের মাটির নিচে গ্যাস সরবাহের পাইপ বসানো। মেশিনে নদী খননের কাজ করার সময় ওই পাইপের কয়েকটি স্থান ছিদ্র হয়ে গেছে। গত শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে দুর্ঘটনা এড়াতে ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। নেত্রকোনায় প্রায় সাড়ে ৫ হাজার গ্রাহক আছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়। প্রকৌশলী সুমঙ্গল গোলজার গতকার শনিবার বিকালের দিকে জানান, সংস্কারের কাজ চলছে। শীঘ্রই গ্যাস চালু করা যাবে বলে আশা করা হচ্ছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোওয়ার জাহান বলেন সুয়াই নদী খননের সময় খননযন্ত্রে লেগে গ্যাস লাইনটি কেটে যায়।