ঘোড়াঘাটে উধাও হওয়া ট্রাক উদ্ধার : চালক গ্রেপ্তার

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ লাখ টাকার সরিষা নিয়ে উধাও হওয়া ট্রাক পাঁচ দিন পর গাজীপুর থেকে উদ্ধারসহ চালক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। ট্রাকচালক হাফিজুল ইসলাম গত ২৭ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের মৃত ছফুর উদ্দীনের ছেলে সরিষা ব্যবসায়ী মোশারফ শেখের ১৫২ মণ শুকনা সরিষা দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের ইসলামপুর এলাকার নিজস্ব গুদাম থেকে ট্রাকে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন মুন্সীগঞ্জ জেলার উদ্দেশে। একদিন পর গত গত ২৮ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় সরিষার মালিক মোশারফ ট্রাকচালক হাফিজুলকে ফোন দিলে ফোন বন্ধ পান। এরপর চার দিন অতিবাহিত হলেও, চালক হাফিজুলের ফোন বন্ধ থাকায় এবং সরিষা গন্তব্যে না পৌঁছায় গত বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় এজাহার দেন সরিষার মালিক ব্যবসায়ী মোশারফ শেখ। এরপর ঘটনার রহস্য উদ্ঘাটনে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে উদ্ধার অভিযানে নামে ঘোড়াঘাট থানা পুলিশের একটি বিশেষ দল। ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ জানতে পারে যে ট্রাকচালক হাফিজুল ইসলাম গাজীপুর জেলায় অবস্থান করছেন। পরে ঘোড়াঘাট থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের সহযোগিতায় ওই থানা এলাকার তালতলী গ্রামে অভিযান চালিয়ে চালক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে প্রায় সরিষাবোঝাই ট্রাকটি (বগুড়া-ন-১১-১৮৩২) জব্দ করে। এ সময় ট্রাকচালক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ট্রাকচালক হাফিজুল ইসলাম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত নিজাম আলী মন্ডলের ছেলে। মামলার বাদী মোশারফ শেখ জানান, গত ২৭ জানুয়ারি ১৫২ মণ সরিষা মুন্সীগঞ্জে পাঠানোর জন্য ঘোড়াঘাট পৌরসভার ২৪৫ শ্রমিক ইউনিয়নের ট্রাক বন্দোবস্ত অফিসে গিয়ে নেতাদের একটি ট্রাক ঠিক করে দিতে বলেন।