ঈশ্বরগঞ্জের রায় বাজারে চোরাই চিনি জব্দ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজারে ২১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ নসিমন আটক করে স্থানীয় জনগণ। এ সময় নসিমন চালক পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে চিনিসহ নসিমন জব্দ করে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। গত শনিবার রাতে রায়বাজার দুধমহালে এ গাড়িটি আটক করে স্থানীয়রা। জানা গেছে, ভারত থেকে চোরাই পথে রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আঁধারে এসব চিনি বাজারে ঢুকছে। কিছুদিন আগেও অবৈধ চিনি ভর্তি ট্রাক রেখে পালিয়ে যায় চালক পরে পুলিশ এসব চিনিসহ ট্রাক জব্দ করে। দীর্ঘদিন ধরে রায়বাজারে একটি শক্তিশালী সিন্ডিকেট এ অবৈধ চিনির রমরমা বাণিজ্য করে আসছে। জানা যায়, আঠারবাড়ীর প্রায় সব দোকানে এ অবৈধ চিনির সয়লাব। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা। আরো জানা গেছে, চিনির সিন্ডিকেট নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে চারটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। সরেজমিন দেখা যায় গতকাল রাতে জব্দকৃত ২১ বস্তা চিনি নিয়েও দুটি গ্রুপের মধ্যে উত্তেজনার তৈরী হয়। এসআই জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় লোকজন খবর দিলে আমরা চিনি ভর্তি নসিমন আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছি আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।