চাঁদাবাজির মামলায় সাবেক কাউন্সিলর আটক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে চাঁদাবাজি ও অটোচালককে হত্যাচেষ্টা মামলার আসামি পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিকে আটক করেছে র‌্যাব-১৪। গত শনিবার বিকালে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল সাতানি মথুরাদী গ্রামের নিজ বাড়ি থেকে হাবিকে আটক করে। তিনি একই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। মামলা ও র‌্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি অবৈধ চাঁদা আদায় কেন্দ্র করে শেখদীর গ্রামের অটোরিকশা চালক শাহজাহান ও আক্রাম হোসেনকে মারধর ঘটনায় গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত অটোরিকশা চালক শাহজাহানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে গত ২৯ জানুয়ারী সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নাম ৫-৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের পর থেকেই ছায়া তদন্তে নামে র‌্যাব-১৪। পরে তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গত শনিবার বিকালে র‌্যাবের আভিযানকি দল হাবিকে আটক করে। পরে রাতেই তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করে। শ্রীররদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, র‌্যাব হাবিকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গতকাল দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।