মিস্ত্রির মরদেহ রেখে পালালেন ঠিকাদার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন একটি ভবনের ছাদে ওয়্যারিং কাজ করতে গিয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার মরদেহ রেখে পালিয়ে গেছেন ওই ভবনের নির্মাণ ঠিকাদার। গতকাল সকালে উপজেলার উলুসাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলোয়া এলাকার মৃত আকসেদ প্রামানিকের ছেলে কামাল প্রামানিক। তিনি উপজেলার বিশ্বাসপাড়া এলাকার কামাল হোসেনের বাসায় স্বপরিবারে ভাড়া থেকে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় এক প্রবাসী তার একটি ভবন নির্মাণ করছেন। ওই নির্মাণাধীন ভবনের পাশে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের খোলা তার টানানো রয়েছে। কিন্তু কোনো রকম নিরাপত্তা বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ওই ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার নুর আলম সিদ্দিকী। গতকাল সকালে ওই ইলেট্রিক মিস্ত্রি কামাল ভবনটিতে ওয়্যারিংয়ের কাজ করতে যান। এ সময় পল্লীবিদ্যুতের হাই ভোল্টের তারে স্পর্শ হলে কামালের প্রায় পুরো শরীর পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই ইলেকট্রিক মিস্ত্রির লাশ রেখে পালিয়ে যান ওই ভবনের নির্মাণ ঠিকাদার নুর আলম সিদ্দিকী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ভবনের নির্মাণ কাজ চলছিল। কিন্তু অসাবধানতাবশত হাই ভোল্টেজের পল্লীবিদ্যুতের তারে স্পর্শ হলে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই নির্মণাধীন ভবনের ঠিকাদার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় বাড়ির মালিকের নাম জানা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।