সান্তাহারে ৫ মাদকসেবীর জেল জরিমানা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের দায়ে পাঁচজন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট। গত রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সান্তাহার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে পাঁচজন মাদক সেবীকে আটক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার কাদোয়া দেবুপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে নাহিদ হাসান, একই এলাকার মিজানুর রহমানের ছেলে রাসেল রানাকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, নতুন শাহপুর গ্রামের দুলাল মন্ডলের ছেলে মানিক হোসেনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৭০ টাকা জরিমানা, দোগাছি গ্রামের ফজলুর রহমানের ছেলে খুকুকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনির মঈনুদ্দিন খানের ছেলে শাহাবুদ্দিন খান ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সার্কেলের পরিদর্শক এসএম এলতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।