গাইবান্ধায় চার স্ত্রী নিয়ে মাদক ব্যবসা

স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার জিগাবাড়ীর দুর্গম চরে ৪ স্ত্রীকে নিয়ে জমজমাট মাদক ব্যবসা করে আসছিলেন আব্দুস সোবহান নাড্ডু।

এরই মধ্যে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ২৯৩ বোতল বিদেশি মদসহ কুখ্যাত নাড্ডুকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার কামাল হোসেন।

গ্রেপ্তারকৃত আব্দুস সোবহান নাড্ডু সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

তিনি বসবাস করেন ফুলছড়ি উপজেলার অ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে। সংবাদ সম্মেলনে বলা হয়, আব্দুস সোবহান নাড্ডু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।

এরই একপর্যায়ে গত রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এ সময় পশ্চিম জিগাবাড়ির চরে বসতবাড়ির পাশে খড়ের গাদার মধ্যে থাকা ২৯৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ৯টি বস্তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের এসব মদ ছিল।

একই সঙ্গে আব্দুস সোবহান নাড্ডুকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত নাড্ডুর বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তার সঙ্গে মাদক ব্যবসায় আরও কেউ জড়িত কি না, সেটি অনুসন্ধান অব্যাহত আছে।