ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার

২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার

দিনাজপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাস দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে ব্যাটারিচালিত দুটি ভ্যানকে ধাক্কা দিলে দুইজন ও রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর দুইজনকে চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হন। নিহতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার গোয়াল ডিহি বটতলী গ্রামের ভ্যানচালক খোচামুদ্দিনের ছেলে আব্দুল মজিদ ও একই উপজেলার প্রাণ বাজারের ইসমাইল হোসেনের ছেলে ভ্যানচালক নজরুল ইসলাম নজু এবং কক্সেজবাজার জেলার টেকনাফ উপজেলার হটিখোলা গ্রামের মৃত মনসু চাকমার ছেলে নত্তা ইয়াং চাকমা ও একই এলাকার ইশ এসং চাকমার ছেলে সাইওঙ্গো চাকমা। এরা দুইজন মধু বিক্রি করার জন্য রানীরবন্দরে এসেছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে বাজারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় জনতা মহাসড়ক অবরোধ করেন। দুর্ঘটনার পরপরই বিআরটিসি বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ঘাতক বাসটিকে দশমাইল হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। স্থানীয় প্রশাসনের আশ্বাসের পারপ্রেক্ষিতে দুই ঘণ্টা পর সকাল ১০টা নাগাদ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত জানান, নিহত চার জনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম লায়ন, চিরিরবন্দরের ইউএনও একেএম শরিফুল হক, ওসি আবুল হাসনাত ও হাইওয়ে পুলিশ সদস্যগন ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় চিরিরবন্দর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত