পরিবার নিয়ে পার্কে ঘুরতে গিয়ে হামলার শিকার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় গ্রিন অরণ্য পার্ক কর্তৃপক্ষ কর্তৃক পর্যটক এবং তার পারিবারের উপর হামলা, লুটপাট, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গত রোববার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে অবস্থিত গ্রিন অরণ্য পার্কে গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনাবাজার এলাকায় বসবাসকৃত শাহজাহান মিয়া তার স্ত্রী, সন্তান, ভাগ্নী ও বোনদের নিয়ে বেড়াতে গিয়ে হেনস্তার শিকার হয়ে পার্কের অব্যবস্থাপনার বিষয়ে প্রতিবাদ করলে সুইং রাইডের অপারেটর শাজাহান ও তার পরিবারের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে শাজাহানের প্যান্টের পকেটে থাকা নগদ ১৫০০০ টাকা ও হাতে থাকা ১০০০০ টাকা মূল্যের ব্রেসলেট ছিনিয়ে নিয়ে এক পর্যায়ে খুনের হুমকি দেয়। এরফলে শাহাজান, তার শিশু বাচ্চা ও পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে শাজাহান মিয়া পরিবারের নিরাপত্তার জন্য পার্ক থেকে বের হতে চাইলে এক পর্যায়ে ১৫-২০ জন শাহাজানের গাড়ি অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে শাহজাহানসহ তার স্ত্রী, মেয়ে, ভাগনির উপর হামলা চালিয়ে শাজাহানসহ তার পরিবারকে পার্কের ভেতর জিম্মি করে রাখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শাহাজান ও তার পরিবারকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পার্কের মালিক শহিদুল ইসলামের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।