সেবাগ্রহীতার কাছে অতিরিক্ত টাকা আদায়

মাধবপুরে হাসপাতালকে জরিমানা

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুরে প্যাথলজি পরীক্ষায় সেবাগ্রহীতার কাছ থেকে প্রদর্শিত মূল্যতালিকা হতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকালে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতাক মামুনসহ স্বাস্থ্য বিভাগের লোকজন মাধবপুর থানা রোড এলাকায় প্রাইম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে দেখতে পান তাদের প্রর্দশিত তালিকার চেয়ে সেবাগ্রহীতার কাছ থেকে প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়া হয়েছে।

সহকারী কমিশার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাইম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতাক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।