ফুলপুরে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার

প্রশাসনের নির্দেশে অপসারণ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরের আমুয়াকান্দা-বাহাদুরপুর রাস্তার মেরামত কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। যার সত্যতা পেয়ে প্রশাসন নিম্নমানের খোয়া অপসারণ করে পরিপত্র মোতাবেক কাজ করার নির্দেশনা দিয়েছেন। জানা যায়, পৌরসভার আমুয়াকান্দা থেকে বাহাদুরপুর রাস্তার প্রায় ৬ কিলেমিটার মেরামত ও প্রশস্থকরণ কাজে নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার মোঃ সারোয়ার জাহান ঠিকাদার নিযুক্ত হন। প্রায় এক বছর আগে ঠিকাদার রাস্তা প্রশস্থকরণে বক্স কাটিং করে বালু ও খোয়ার পরিবর্তে মাটি ভরাট করে উপরে নিম্নমানের খোয়া দিয়ে ফেলে রাখেন। এতে যাতায়াতের জনগণ দুর্ভোগ চলছিল। বর্তমানে নিম্নমানের খোয়া ফেলে রোলিং করে কার্পেটিং কাজের প্রস্তুতি নেন। এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব উল হাফিজ রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে নিম্নমানের খোয়া ব্যবহারের সত্যতা পান। পরে উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব উল হাফিজ ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের খোয়া অপসারণ করে পরিপত্র মোতাবেক কাজটি করার জন্য নির্দেশনাপ্রত্র দেন। এরপর থেকে নিম্নমানের খোয়া অপসারণ কাজ চলছে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তারা মিয়ার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।