বাঘ সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক সেমিনার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা রেঞ্জের আয়োজনে বাঘ সংরক্ষণে গুরুত্বারোপ করে জনসচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আজহারুল ইসলাম সেমিনারে বন আইনের বিভিন্ন দিক, ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। বন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান, ওসি (তদন্ত) মোঃ টিপু সুলতান। এসময় আরো বক্তব্য রাখেন বন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, মোঃ তানজিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এমএম বাহারুল ইসলাম, আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, শাহনেওয়াজ শিকারী, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সুশীলনের সহকারী পরিচালক শাহিনা পারভীন, বেডসের মধু বিশেষজ্ঞ ইসমে আজম, প্রতিবেশের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, ইউপি মেম্বর মহাশিষ সরদার, এসএম লুৎফর রহমান, আবু সাঈদ মোল্লা, আবু বকর সিদ্দীক, সীমা রানী মন্ডল, বিথিকা রানী, সিএমসির অসিত কুমার, ভিটিআরটির টিম লিডার আলহাজ সুরুল ইসলাম সানা, পিএফ সভাপতি মনিরুজ্জামান, সদস্য নিলীমা চক্রবর্র্তী প্রমুখ।