ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পঞ্চগড়ে কমেছে শীত

পঞ্চগড়ে কমেছে শীত

ফাল্গুন মাস আসতে আর বেশি দেরি নেই। প্রকৃতিও জানান দিচ্ছে সেই বার্তার। যে কারণে মাঘের শেষ সপ্তাহে তাপমাত্রা বেড়ে কমেছে শীতের তীব্রতা। তাতে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থেমে থাকা জনজীবনে ফিরেছে স্বস্তি। গতকাল সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। যদিও গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই দেখা মিলেছে সূর্য। এতে কেটে গেছে শীতের প্রভাব।

সকাল থেকেই বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। শীতের তীব্রতা কমে যাওয়ায় নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ বিভিন্ন প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা। স্থানীয়রা জানায়, জানুয়ারি মাসের যে শীতের তীব্রতা ছিল তা কমে গেছে এই কয়েকদিনে।

সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত বেশি অনুভব হলেও সূর্য উঠে যাওয়ায় স্বস্তি মিলছে। কাজ করতে সমস্যা হচ্ছে না। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১-১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। পুরো মাঘ মাস তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত