ফেনীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী থেকে ১০০ কেজি গাঁজা নিয়ে ঢাকায় যাওয়ার সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে অভিযানের পর গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের ভূজপুর থানার পূর্ব সোনাই কড়ই বাগান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন, বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন বাবলু। র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকায় সন্দেহ ভাজন পরিবহন তল্লাশি চালায়। এ সময় পূর্ব দিক থেকে আসা একটি পিকআপ তল্লাশি চালিয়ে লোহার বাক্সে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক বেলাল হোসেন ও মাদক কারবারি বাবুল হোসেনকে আটক করা হয়। মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে র‌্যাব সদস্যরা। ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান- আটক দুই ব্যক্তি, জব্দকৃত গাঁজা ও পিকআপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।