উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কর্মশালা

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী জেলার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সবপ্রাপ্ত বয়সিদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ করা, উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ওষুধ সরবরাহসহ কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কমিউনিটি ক্লিনিক প্রতিনিধিদের প্রশিক্ষণ পরিচালিত হয়। গতকাল দিনব্যাপী সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এনসিডিসি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. মো. শাহীনুল ইসলাম, ফিল্ড মনিটরিং এসিস্ট্যান্ট মাহমুদ হাসান, প্রোগ্রাম লজিস্টিক এসিস্ট্যান্ট রাফিউল ইসলাম রনি প্রমুখ।