কালকিনিতে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মেয়াদাত্তীর্ণ পণ্য রাখায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। তিনি জানান, মেয়াদাত্তীর্ণ পণ্য রাখায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি ও মেয়াদাত্তীর্ণ পণ্য রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সদস্য ও কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।