ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

তিতাসে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী তানজিনা আক্তার নিহত হয়েছে। সে উপজেলার টেগুরিয়াপাড়া গ্রামের সফিক মিয়া ও মাসুদা বেগমের কন্যা। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গৌরীপুর হোমনা সড়কের শান্তি রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন গৌরীপুর-হোমনা সড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে একতা সার্ভিসের বাস আটকে রাখে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর তানিয়া আক্তার তার ছোট বোন তানজিনা আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিল। গৌরীপুর-হোমনা সড়কের শান্তি রোড এলাকায় দুই বোন রাস্তা পারাপারের সময় গৌরীপুর থেকে হোমনা যাওয়ার পথে একতা সার্ভিসের কুমিল্লা-জ-১১-০২৪১ গাড়িটির সাথে ধাক্কা খেয়ে তানজিনা আক্তার গাড়ির নিচে পড়ে যায়। তবে তানিয়া আক্তার দৌড় দিয়ে রাস্তার পাশে পড়ে। স্থানীয় লোকজন তানজিনাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ১২টা থেকে ১টা পর্যন্ত গৌরীপুর-হোমনা সড়কে একতা সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দেয়। থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন জানান, তানজিনা আক্তার প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। তাদের অভিভাবকের মাধ্যমে স্কুলে আনা-নেওয়া হয়। তানজিনাকে তার বড় বোন তানিয়া স্কুল থেকে নিয়ে গিছে। পরে আমরা সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আলম বলেন, এলাকার মানুষ একতা বাসকে যতটা ভয় করে; আজরাইলকে এতটা ভয় করে না। কিছুদিন আগেও এ সার্ভিস হোমনার ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাওলা হোসেনকে পিষে মেরেছে। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয় লোকজন বাসটি আটক করে চাকা থেকে হাওয়া ছেড়ে দেওয়ায় এবং চাবি নিয়ে যাওয়ায় ঘটনাস্থলে বাসটি আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত