ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ থেকে নলতা শরিফে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬০তম ওরস শুরু

আজ থেকে নলতা শরিফে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬০তম ওরস শুরু

আজ থেকে নলতা শরিফে শুরু হচ্ছে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ৬০তম ওরস। সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ শাহ্ সুফী আলহাজ খানবাহাদুর আহ্ছান উল্লা (র.)-এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শরিফের সকল প্রস্তুতি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে। এবারের ওরস শরিফকে ঘিরে ‘আধ্যাত্মিক মারকাজ’ খ্যাত নলতা শরিফে চলছে সাজ সাজ রব। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত- আশেকানদের পদভারে মুখরিত নলতা শরিফ। পবিত্র ওরস শরিফ উপলক্ষ্যে পাক রওজা শরিফ ও তৎসংলগ্ন চারদিকের চত্বরে লাগানো বিভিন্ন প্রজাতির ফুল বাগানে মনোমুগ্ধকর বর্ণিল আলোকসজ্জা ও রওজা শরিফ চত্বরে সুসজ্জিত মাহফিলের বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ভবনসহ চারপাশের সড়কগুলো সাজানো হয়েছে অপরূপ সাজে। পাক ওরজা শরিফের অদূরে মূল প্রবেশ দ্বারে তৈরি করা হয়েছে কারুকার্য খচিত দৃষ্টিনন্দন বিশাল তোরণ। এ ছাড়াও সাতক্ষীরা থেকে কালীগঞ্জগামী মহাসড়কের কয়েকটি স্থানে সড়কের উপরে ব্যক্তি উদ্যোগে পবিত্র ওরস শরিফ উপলক্ষ্যে কয়েকটি মনোরম গেট নির্মাণ করা হয়েছে। সার্ধ্যশত বর্ষের মহীরূহ সুলতানুল আউলিয়া হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর চেতনার রঙে রঙিন হয়ে উঠেছে চিরচেনা নলতা শরিফ। এদিকে পবিত্র ওরস শরিফকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে নলতা কেন্দ্রীয় মিশনের সভাপতি আলহাজ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (এমপি) ও সাধারণ সম্পাদক আলহাজ ড. প্রকৌশলী ড. কাজী আলী আজম মিশনের কার্যনির্বাহী পরিষদকে সঙ্গে নিয়ে দিবা-রাত্র নিরালস পরিশ্রম করে চলেছেন। এ ছাড়াও প্রয়াত খাদেম আলহাজ আনছার উদ্দীন আহম্মেদণ্ডএর অবর্তমানে নেপথ্যে থেকে পাক দরবার শরিফের পক্ষে মূল্যবান পরামর্শ ও দিক-নির্দেশনা দিচ্ছেন প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় বর্তমান খাদেম আলহাজ মো: আব্দুর রাজ্জাক। এবারের পবিত্র ওরস শরিফের আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশসান বিভিন্ন দায়িত্ব পালন করছেন। আজ থেকে তিন দিনব্যাপী পবিত্র ওরস শরিফে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদীসের আলোকে নবী-রাসূল (সা.) ও অলি-আউলীয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত