ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফসলি জমির মাটি উত্তোলন করায় দুইজনকে কারাদণ্ড

ফসলি জমির মাটি উত্তোলন করায় দুইজনকে কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- মোশারফ হোসেন ও সাইফুল ইসলাম। গত বুধবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত। এ সময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আমির হোসেনের ছেলে, আর সাইফুল ইসলাম একই গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে। জানা যায়, মোশারফ ও সাইফুল ফসলি জমির মাটি কেটে বিক্রি করেন। এতে করে একদিকে যেমন নিজের ফসলি জমি ধ্বংস হচ্ছে পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ আল জিনাত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের উভয়কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এরপর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত