ইরি মৌসুমের শুরুতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

দিশাহারা কৃষক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

চলতি ইরিবোরো আবাদে সেচ দেয়ার শুরুতেই বগুড়ার আদমদীঘিতে আবারো পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পালোয়ানপাড়া ইরিস্ক্রিমের মাঠ থেকে এ বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি যায়। ইরি-বোরো আবাদে সেচ দেয়ার মুহূর্তে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন।

জানা যায়, গত কয়েক দিন পূর্বে আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া মাঠ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এরপর গত বৃহস্পতিবার রাতে পালোয়ানপাড়া গ্রামের ইরিস্ক্রিমের মাঠ থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার ও যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। বর্তমানে ইরিবোরোর ভরা মৌসুমে জমিতে পানি সেচ দেয়ার মুহূর্তে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রবণতায় কৃষকরা সঠিক সময়ে জমিতে পানি সেচ দিয়ে ধানের চারা রোপণ করতে পারবে কি না এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কৃষক মোহাম্মাদ আলী ও রোস্তম আলী জানান, ইরিস্কীমে পানি সেচ দেয়ার মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় তারা দিশাহারা হয়ে পড়েছেন। বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি রোধে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে পালোয়ানপাড়া গ্রামের কৃষকরা প্রাশাসনের দৃষ্টি কামনা করেছেন। এ ঘটনায় আদমদীঘি থানায় অবহিত করা হয়েছে বলে গ্রামবাসী জানায়।