ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী চুরাশিয়ান মিলনমেলা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

‘এক আত্মা এক প্রাণ, আমরা সবাই চুরাশিয়ান’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এসএসসি ৮৪ ব্যাচের দিনব্যাপী মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সদর উপজেলার মোলানীতে এভারগ্রীন ফার্মহাউস অ্যান্ড অক্সিজেন পার্ক, মিঞা বাড়ি চত্বরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। মেলা চলাকালে অংশগ্রহণকারীগণ স্মৃতিচারণ করেন এবং সংগঠনকে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়ে সমাজের কল্যাণে কাজ করতে পরিকল্পনা প্রণয়নের জন্য পূর্ণাঙ্গ সংগঠনে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় সকলকে ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা জানান, চুরাশিয়ান বন্ধু ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জাপান, ঢাকা থেকে বন্ধুসহ রংপুর থেকে মিজান তালুকদার। মেলা চলাকালে সর্বসম্মতিক্রমে এসএসসি চুরাশিয়ান ব্যাচকে সংগঠনে রূপ দিতে মুনিরুজ্জামান মোনায়েমকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম সবুজকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাহানুল ইসলাম মিঞা হিরাকে যুগ্ম-আহ্বায়ক, সুলতানা বিলকিসকে কোষাধক্ষ ও সদস্য পদে সোয়েফ আলী শুভ্র, জাকির হোসেন মোল্লা, শাহজাহান কবির জেমস, এবিএম ছিদ্দিক বাবু, রফিকুল ইসলাম, রেজা এমডি সামসুজ্জোহা রিপন, মাসহুরা বেগমসহ মোট ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করা হয়। পরে উপস্থিত ৮৪ ব্যাচের সদস্যগণ কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও র‌্যাফেল ড্রতে অংশ নেন।