ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আখেরি মোনাজাত

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর বার্ষিক ওরসের সমাপ্তি

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর বার্ষিক ওরসের সমাপ্তি

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ সুফি আলহাজ খানবাহাদর আহ্ছানউল্লা-এর তিন দিনব্যাপী ৬০তম বার্ষিক ওরস শরিফ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে। যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজার হাজার ভক্ত-আশেকানদের অংশগ্রহণে পবিত্র ওরস শরিফ স্বগর্বে উদযাপিত হয়েছে। পবিত্র ওরস শরিফের দ্বিতীয় দিনে গত শনিবার বাদ মাগরিব দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে পৃথকভাবে সভাপতিত্ব করেন- আলহাজ মো: সাইদুর রহমান (সহ-সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), আলহাজ ড. কাজী আলী আজম (বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), আলহাজ ডা. আ ফ ম রুহুল হক এমপি (সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি ও সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), আলহাজ আবুল ফজল (নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন) ও আলহাজ ডা. আকবর হোসেন (সাবেক কার্যনির্বাহী সদস্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন)। এ পর্বে তেলাওয়াতে কোরআন ক্বারী মো: কবিরুল ইসলাম (কুলিয়া), হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান (প্রধান শিক্ষক, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টার, নলতা শরিফ), আলহাজ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান (খতিব, গুলশান-১ জামে মসজিদ ঢাকা)। তিনি কোরআন হাদিসের আলোকে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনাদর্শ আলোচনা করেন। বক্তব্য রাখেন, আলহাজ ড. আব্দুল মজিদ (প্রাক্তন চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ও সাবেক সচিব)। পরে বক্তব্য রাখেন আলহাজ হাফেজ মাওলানা মোকলেছুর রহমান বাঙ্গালী (কুষ্টিয়া), তিনি আউলিয়া চরিত ও হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। বয়ান করেন- আলহাজ ওয়ালীউল্লাহ আশেকী (খতিব, আশকোনা জামে মসজিদ, উত্তরা, ঢাকা), তিনি এশকে নবী ও এশকে আউলিয়া সম্পর্কে বক্তব্য রাখেন। পাক রওজা শরিফে আখেরি মোনাজাতের অনুষ্ঠান-তিন দিনব্যাপী ৬০তম বার্ষিক ওরস শরিফে শেষ দিন গতকাল বাদ ফজর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাক রওজা শরিফে আখেরি মোনাজাতের অনুষ্ঠান হয়। আলহাজ ডা. আ ফ ম রুহুল হক এমপি (সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন)-এর সভাপতিত্বে খতমে কোরআন হাফেজ মো: হাবিবুর রহমান, তেলাওয়াতে কোরআন মো: আব্দুল হাকিম, মিলাদ শরিফ ও ফতেহা পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান, হামদ, নাত এ রসুল ও মুর্শিদী পেশ করেন মানছুরুর রহমান (ঢাকা আহ্ছানিয়া মিশন), মো: ফিরোজ আলম (মাঘরি আহ্ছানিয়া মিশন), মো: মাসুম বিল্লাহ (নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসা), আফতাব হোসেন বাচ্চু (মহানগর আহ্ছানিয়া মিশন, ঢাকা) ও মো: আনিছুর রহমান (নলতা) শরিফ ভক্তের পত্র থেকে পাঠ করেন আলহাজ মো: সাঈদুর রহমান (সহ-সভাপতি নলতা কেন্দ্রীয় মিশন)। আলোচনা পেশ করেন আলহাজ এএফএম এনামুল হক (মহাপরিচালক, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট), তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবনাদর্শ সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন। আরো বক্তব্য রাখেন, আবু তৈয়ব মো: মাহবুবে খোদা, (হবিগঞ্জ আহ্ছানিয়া মিশন), আলহাজ ড. কাজী আলী আজম বীর মুক্তিযোদ্ধা (সাধারণ সম্পাদক নলতা কেন্দ্রীয় মিশন) ও আলহাজ ড. আব্দুল মজিদ (সাবেক সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড), তিনি তার বক্তব্যে দরবারে আসার স্বার্থকতা বিষয়ে আলোচনা করেন। সভাপতির সমাপনী ভাষণ দেন ডা. আ ফ ম রুহুল হক এমপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত