আখেরি মোনাজাত

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর বার্ষিক ওরসের সমাপ্তি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ সুফি আলহাজ খানবাহাদর আহ্ছানউল্লা-এর তিন দিনব্যাপী ৬০তম বার্ষিক ওরস শরিফ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে। যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজার হাজার ভক্ত-আশেকানদের অংশগ্রহণে পবিত্র ওরস শরিফ স্বগর্বে উদযাপিত হয়েছে। পবিত্র ওরস শরিফের দ্বিতীয় দিনে গত শনিবার বাদ মাগরিব দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে পৃথকভাবে সভাপতিত্ব করেন- আলহাজ মো: সাইদুর রহমান (সহ-সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), আলহাজ ড. কাজী আলী আজম (বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), আলহাজ ডা. আ ফ ম রুহুল হক এমপি (সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি ও সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), আলহাজ আবুল ফজল (নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন) ও আলহাজ ডা. আকবর হোসেন (সাবেক কার্যনির্বাহী সদস্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন)। এ পর্বে তেলাওয়াতে কোরআন ক্বারী মো: কবিরুল ইসলাম (কুলিয়া), হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান (প্রধান শিক্ষক, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টার, নলতা শরিফ), আলহাজ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান (খতিব, গুলশান-১ জামে মসজিদ ঢাকা)। তিনি কোরআন হাদিসের আলোকে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনাদর্শ আলোচনা করেন। বক্তব্য রাখেন, আলহাজ ড. আব্দুল মজিদ (প্রাক্তন চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ও সাবেক সচিব)। পরে বক্তব্য রাখেন আলহাজ হাফেজ মাওলানা মোকলেছুর রহমান বাঙ্গালী (কুষ্টিয়া), তিনি আউলিয়া চরিত ও হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। বয়ান করেন- আলহাজ ওয়ালীউল্লাহ আশেকী (খতিব, আশকোনা জামে মসজিদ, উত্তরা, ঢাকা), তিনি এশকে নবী ও এশকে আউলিয়া সম্পর্কে বক্তব্য রাখেন। পাক রওজা শরিফে আখেরি মোনাজাতের অনুষ্ঠান-তিন দিনব্যাপী ৬০তম বার্ষিক ওরস শরিফে শেষ দিন গতকাল বাদ ফজর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাক রওজা শরিফে আখেরি মোনাজাতের অনুষ্ঠান হয়। আলহাজ ডা. আ ফ ম রুহুল হক এমপি (সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন)-এর সভাপতিত্বে খতমে কোরআন হাফেজ মো: হাবিবুর রহমান, তেলাওয়াতে কোরআন মো: আব্দুল হাকিম, মিলাদ শরিফ ও ফতেহা পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান, হামদ, নাত এ রসুল ও মুর্শিদী পেশ করেন মানছুরুর রহমান (ঢাকা আহ্ছানিয়া মিশন), মো: ফিরোজ আলম (মাঘরি আহ্ছানিয়া মিশন), মো: মাসুম বিল্লাহ (নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসা), আফতাব হোসেন বাচ্চু (মহানগর আহ্ছানিয়া মিশন, ঢাকা) ও মো: আনিছুর রহমান (নলতা) শরিফ ভক্তের পত্র থেকে পাঠ করেন আলহাজ মো: সাঈদুর রহমান (সহ-সভাপতি নলতা কেন্দ্রীয় মিশন)। আলোচনা পেশ করেন আলহাজ এএফএম এনামুল হক (মহাপরিচালক, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট), তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবনাদর্শ সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন। আরো বক্তব্য রাখেন, আবু তৈয়ব মো: মাহবুবে খোদা, (হবিগঞ্জ আহ্ছানিয়া মিশন), আলহাজ ড. কাজী আলী আজম বীর মুক্তিযোদ্ধা (সাধারণ সম্পাদক নলতা কেন্দ্রীয় মিশন) ও আলহাজ ড. আব্দুল মজিদ (সাবেক সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড), তিনি তার বক্তব্যে দরবারে আসার স্বার্থকতা বিষয়ে আলোচনা করেন। সভাপতির সমাপনী ভাষণ দেন ডা. আ ফ ম রুহুল হক এমপি।