ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাইবান্ধায় বাণিজ্য মেলায় দর্শনার্থী বেশি, বিক্রি কম

গাইবান্ধায় বাণিজ্য মেলায় দর্শনার্থী বেশি, বিক্রি কম

গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। এরই মধ্যে দর্শনার্থীদের উপচে ভিড় লক্ষ্য করা গেছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছে মেলায় ভিড় থাকলেও বেচাকেনা তেমন নেই। কেউ আসছেন কিনতে আবার অধিকাংশরাই মেলায় ঘুরে দেখছে। জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে। মেলায় আসা নারীরা তাদের বাসার রান্নাঘরের খুটিনাটিসহ পছন্দের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন আর কেউবা দেখছেন। ক্রোকারিজের দোকান, কসমেটিক্স, কাপড়ের দোকান, স্যান্ডেল, ফুলের দোকান, পাপড়, আচারের দোকানসহ বিভিন্ন দোকান বসেছে। সেই সঙ্গে শিশুদের ভিড় করতে দেখা গেছে স্লিপার, ট্রেন, নাগড় দোলনাসহ খেলনার দোকানগুলোতে। এতে করে বিনোদনকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এই মেলা। এখানে আসতে শুরু করছেন অভিভাবকদের সঙ্গে শিশু ও তরুণ-তরুণীরা। দেখেশুনে প্রয়োজনীয় পণ্য দেখছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নেও। মেলায় বাবা-মায়ের সঙ্গে আসা শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, আমরা পড়াশোনা করতে হাঁপিয়ে উঠি। তখন আমাদের বিনোদনের প্রয়োজন পড়ে। কিন্তু গাইবান্ধায় ভালো কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ও রাইডার না থাকায় আমরা বিনোদন করতে পারি না। ভালো লাগে না। বাণিজ্য চলায় মেলায় এসে ভালো লাগছে। নৌকায় উঠেছি। বেলুন ফায়ার করেছি। হৈমন্তী সাহা শুক্লা নামে এক দর্শনার্থী জানান, মেলায় অনেক জিনিসপত্র পাওয়া যায়। মেলায় আসতে ভালোই লাগে। বাচ্চারাও আসতে পছন্দ করে। সব কিছু মিলে ভালো লাগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত