নবজাতক ফিরে পেল মায়ের কোল

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুর উপজেলার বোয়ালিয়ার গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে চুরি যাওয়ার ৫ দিন পর নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রোববার রাত ৮টায় র‌্যাব কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে শিশু উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা ১১টায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবুল হাশেম সবুজ এক প্রেস ব্রিফিংয়ে এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন : দৌলতপুর গোয়ালগ্রাম (মোল্লাপাড়া) এলাকার মো: হানিফের স্ত্রী মোছাঃ পলি আরা খাতুন ও একই এলাকার মো: আশরাফুল ইসলামের স্ত্রী মোছা: মাফুজা। র‌্যাব কর্মকর্তা জানান, ‘গত ৭ ফেব্রুয়ারি দুপুরে দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল নামের প্রাইভেট হাসপাতাল থেকে পলিয়ারা খাতুন নামে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এক নারী সদস্য সদ্যজাত দুই দিন বয়সি আরিয়ান নামে এক নবজাতক শিশুপুত্রকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় চুরি যাওয়া শিশুর পিতা দীপু মন্ডল দৌলতপুর থানায় শিশু চুরির অভিযোগে অজ্ঞাত নারীর বিরুদ্ধে মামলা করেন। হাসপাতাল থেকে নবজাতক চুরি যাওয়া বিষয়টিকে অধিক গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নিয়ে র‌্যাব শিশুটিকে উদ্ধারসহ এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে।