নাকুগাঁও স্থলবন্দরে তিন দেশের ব্যবসায়ীদের বৈঠক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বাণিজ্য প্রসারে ভারত, ভুটান ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল এবং সাধারণ সম্পাদক অরুণ সরকার নেতৃত্ব দেন। এ সময় ভারত এবং ভুটানের সাতজন আমদানি-রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ এবং বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ৪ ব্যবসায়ী নেতার মধ্যে ছিলেন মো. চাঁন মিয়া, দেবপ্রসাদ পাল, বিশ্বজিৎ সাহা ও মো: আকবর আলী এবং ভুটানের পক্ষে ৩ ব্যবসায়ী নেতার মধ্যে ছিলেন সিতহার দর্জি, দাওয়া পেঞ্জর ও টিসিরিং ওয়ানগা। বৈঠকে তিন দেশের মধ্যে পাথর কয়লাসহ অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি প্রসার এবং দরদামের বিষয়ে আলাপ-আলোচনা করা হয় বলে বৈঠকের একটি সূত্রে জানা গেছে। এদিকে বৈঠকটি পূর্ব নির্ধারিত হলেও স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবগত করা হয়নি বিধায় বৈঠকের বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। তবে বৈঠকের বিষয়ে সত্যতা স্বীকার করে আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল বলেন, আমরা তড়িঘড়ি করে এ বৈঠক করায় কোনো মিডিয়ায়কর্মীকে খবর দিতে পারিনি।