ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রমজান আলী মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ঝ্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী মন্ডল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হারেজ আলী মন্ডলের ছেলে। ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন বাপ্পি মামলার নথির বরাত দিয়ে জানান, ভুক্তভোগী স্কুলছাত্রী ২০১৯ সালের ২২ জুলাই দুপুর ১২টার দিকে আসামির বাড়ির পাশে ফাঁকা জায়গায় এক প্রতিবেশী বান্ধবীর সাথে খেলা করছিল। এ সময় ভুক্তভোগী ছাত্রী ও তার বান্ধবীকে আসামি তার বাড়িতে একটি ঘরে নিয়ে যায়। এরপর ভুক্তভোগীকে রেখে প্রতিবেশী বান্ধবীকে ২ টাকা দিয়ে দোকানে মিষ্টি কিনতে পাঠিয়ে আসামি ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর মা খবর পেয়ে এসে চিৎকার করলে আসামি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামিকে পুলিশি হেফাজতে নেন। অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন বাপ্পি আরো বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি, সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের মাধ্যমে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত