ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। গত সোমবার সাড়ে ৮টায় সদর উপজেলা কামালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাস থেকে ফায়ার সার্ভিস কর্মীরা সব যাত্রীকে উদ্ধার করেছে। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস আবুজর গিফারী জানান, পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার কেন্দুয়ার মদন থেকে চট্টগ্রামগামী জান্নাত পরিবহনের একটি বাস কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় এসে খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। সকল যাত্রী উদ্ধার করা হয়। ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত