ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ

চাঁদপুরে মেঘনা নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌপুলিশ। এ সময় সাতটি অটোরিকশাসহ মোট ৪০ জনকে আটক করা হয়। গতকাল সকালে জাটকাগুলো চাঁদপুর নৌথানার সামনে ও মোহনপুর এলাকায় দুস্থ ও অসহায়সহ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। নৌপুলিশ জানায়, গতকাল ভোরে বরিশালের মুলাদি থেকে ঢাকায় যাওয়ার পথে মডার্ন সান লঞ্চ ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর নৌ-অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, জাটকা অভিযানের দ্বিতীয় কম্বিং অভিযান শেষ হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ৫০ মণ ও মোহনপুরে ৬২ মণ জাটকা জব্দ করা হয়। এছাড়া পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাত অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থানে মোট ৪০ জনকে আটকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ নৌথানার পুলিশ সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত