ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়ায় সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণের বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল, জাতীয় ও সাংগঠনিক পতাকা উক্তোলন, বরেণ্য সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বসন্তবরণ, শিশুদের মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ, তবলা লহরা, বাঁশি, নৃত্য, গীত ও বাউল গান পরিবেশনা, আলোচনা সভা ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান। সকাল সাড়ে ৯টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উক্তোলন ও বসন্ত বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। প্রাবন্ধিক, গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর উৎসব উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে কবি মোহাম্মদ সাদিক এমপি, সাহিত্যিক অধ্যাপক যতীন সরকার, সাহিত্যিক ফারুক মহিউদ্দীন, কবি তুষার দাস, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার উপস্থিত ছিলেন। সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান বলেন, নেত্রকোন সাহিত্য সমাজ বিগত ২৭ বছর ধরে প্রতিবছরের পহেলা ফাল্গুন বসন্ত-উৎসবের আয়োজন করে আসছে। এই উৎসবের মাধ্যমে বিশিষ্ট লেখক, কবি ও সাহিত্যিকদের খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। খালেকদাদ চৌধুরী ১৯০৭ সালের ২ ফেব্রুয়ারি নেত্রকোনার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খ্যাতিমান প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার ও উপন্যাসিক। এছাড়া তিনি ছিলেন লোকসাহিত্যের অন্যতম সংগ্রাহক। ২০১৮ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার। ১৯৮৫ সালে ১৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ঢাকা থেকে বহুদূরে নেত্রকোনায় শতকণ্ঠে গান, নৃত্য, আবৃত্তি প্রভৃতির মধ্য দিয়ে বসন্ত উৎসবের আয়োজন সত্যিই অভাবনীয়। সব জেলায় এমন উৎস্যবের আয়োজন করা হলে দেশের সংস্কৃতি আরো উর্বর ও প্রাণবন্ত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত