ধামরাইয়ে মাদ্রাসার সুপার নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে কুশুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োগ কমিটির পক্ষপাদিতায় ডামি প্রার্থী দিয়ে নিয়োগসম্পন্ন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিয়োগ স্থগিত চেয়ে লিখিত অভিযোগ করেছে মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম। অভিযোগ সূত্রে ও জানা যায়, মাদ্রাসার সুপার পদে নিয়োগের জন্য চলিত বছরের ৪ ফেব্রুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় নিয়োগ কমিটিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি, ভারপ্রাপ্ত সুপার, ডিজির প্রতিনিধি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম। পরীক্ষা শেষে জানা যায় চারজন নিয়োগ প্রার্থীর মধ্যে একজনকে আগেই সিলেকশন করা হয়ে ছিল। অন্যদের ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করানো হয়েছে, যাহা নিগোয় নিতির সম্পূর্ণ পরিপন্থি। নিয়োগ প্রার্থীরা হলেন মাদ্রাসার সাবেক সহ-সুপার নূর মোহাম্মদ, শিহাব উদ্দিন, এমদাদুল হক ও নুরুল আমিন মৃধা। বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম জানান, নুর মোহাম্মদ গত বছরের ১৪ ডিসেম্বর গাজিপুরের কাশিমপুরে অবস্থিত লালদিঘী জান্নাতুল বাকী দারুল উলুম দাখিল মাদ্রাসায় নিয়োগ নিয়েছে। অথচ নুর মোহাম্মদ তথ্য গোপন করে নিয়োগকৃত মাদ্রাসার কোনো প্রকার অনুমতি না নিয়ে আমাদের এখানে সুপার পদে সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণ করেন ও তাকেই সবাই নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি, এ বিষয়ে বিবাদী পক্ষে কে নোটিশ করা হয়েছে।