যশোরে যুবলীগ নেতা হত্যার তিন দিন পর মামলা

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগ নেতা মুরাদ হত্যাকাণ্ডের ঘটনার তিনদিন পরে নিহতের বোন লিলি বেগম বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। গত মঙ্গলবার রাতে নিহতের বোন লিলি বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আ: সালাম, শাহিন ফরাজী, কেএম আলি ওরপে (মো: আলি) রাসেল মিনাসহ ১০ জন অজ্ঞাত আরো কয়েকজন রয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনাটি ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে পরিবার ও এলাকাবাসীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ‘ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রাতে নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে নৃশংসভাবে ৪নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের পর উত্তেজিত নেতাকর্মীরা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আ: সালামের রেলগেটস্থ অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে।