ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে কৃষিবিদ দিবস পালিত

দিনাজপুরে কৃষিবিদ দিবস পালিত

‘বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ দিবা-নিশি উন্নয়নের ধারাবাহিকতা, বজায় রাখছে স্মার্ট কৃষি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত মঙ্গলবার বিকেল ৫টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) দিনাজপুর জেলা শাখা আয়োজিত কৃষিবিদ দিবস-২০২৪ পালিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালুবাড়ি খামারবাড়ী কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা এবং কার্যালয় চত্বরে কৃষিবিদদের শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হয়। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরজ্জামানের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন, দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো: আশরাফুজ্জামান, বিএডিসি’র বীজ প্রক্রিয়াজাতকরণ দিনাজপুরের যুগ্ম পরিচালক কৃষিবিদ তপন কুমার সাহা। জেলা ভেটেরিনারী অফিসার কৃষিবিদ ড. আশিকা আকবর তৃষারের পরিচালকের শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রওনাকুল ইসলাম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক কৃষিবিদ আলমগীর হোসেন, বোঁচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা, বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো: কাওসার হোসেন, বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ওসমান গনি শিশিরসহ বিভিন্ন জেলা ও উপজেলার কৃষিবিদরা। শেষে কৃষি অধিদপ্তর খামারবাড়ী চত্বরে কৃষিবিদদের শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশকে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ করতে হলে স্মার্ট কৃষির প্রয়োজন রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা আমাদের মতো স্মার্ট কৃষিবিদদের পূরণ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত