জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার পাঁচ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে দিনাজপুরের খানসামায় পাঁচজনকে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকালে উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহারপাড়া এলাকা থেকে পাঁচজন আটক করেছে থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজউদ্দীন তাদের এই শাস্তি প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে গোপনসংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন ও অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছে থেকে ৫টি এন্ড্রয়েড ফোন ও ৮৪টি সিম কার্ড জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের সদ্দপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন, হামিদুল ইসলামের ছেলে হাচানুর ইসলাম, ওই এলাকার ঝগড়ুপাড়ার ফরহাদ আলীর ছেলে গালিব ইসলাম, আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার নারায়ণ ভুঁইয়ার ছেলে উজ্জ্বল ভুঁইয়া ও পার্শ্ববর্তী সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি চক্র অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থেকে অনেক পরিবার ও যুবক নিঃস্ব হয়ে গেছে। তাই গোপনসংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া রোধে এই অভিযানে আটক পাঁচ যুবককে অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওসি মোজাহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধে থানা পুলিশ সজাগ। বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।