বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের কলেজ স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। মৃতের নাম খোকন সেন। তিনি মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মিস্ত্রীপাড়ার দুলাল সেনের ছেলে। আহত কিশোরের নাম তানজিল হোসেন। সে মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে শহরের কলেজ স্ট্যান্ডে কাজ করছিলেন কাঠমিস্ত্রী খোকন সেন। ওই সময় ওজোপাডিকোর মেইন তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় তানজিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত কিশোরকে যশোর পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।