ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা

ইলকট্রনিক ডিভাইসের মাধ্যম রাষ্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ ও কটূক্তিমূলক বক্তব্য, রাষ্ট্র সম্পর্কে অপপ্রচার করে দেশের বিরুদ্ধচারণ করার অভিযোগে সাইবার নিরাপত্তা ও পেনাল কোড আইনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাস গুপ্ত বাদী হয়ে এ মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিরূপ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। ভারতকে বাংলাদেশের স্বামীর দেশ বলে অশোভন বক্তব্য দেন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যান কাসেদকে পুলিশ আটক করে। পরে গত বুধবার দুপুরে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, আটক মিনহাজ উদ্দিন চৌধুরীকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে গতকাল আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত