ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা সৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে মোটর শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়মে আয়োজিত উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোশারেফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মাওলানা আলমগীর হোসেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় শতাধিক মাহেন্দ্রা, অটো ও মিশুক চালকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মোটর শ্রমিকদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে এবং দুর্ঘটনায় আহত ও নিহতদের বিভিন্নভাবে পুনর্বাসন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত