মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম, রায়মহল নেন্দপাড়া গ্রামের মো. কিসমত আলীর ছেলে মো. সোহেল রানা ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে মো: আব্দুর রহিম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৯ জানুয়ারি মো. জসীম উদ্দিন মোড়ল হাটে তার মুদির দোকান বন্ধ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে বোবড়া ঈদগা এলাকায় অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে তার হাত-পা বেঁধে ভুট্টা খেতে ফেলে দিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ও তার দোকানের চাবি নিয়ে দোকানের তালা খুলে দোকানের প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে মোটরসাইকেলসহ পালিয়ে যায়। এ বিষয়ে জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করলে গত শুক্রবার বিকাল মোড়লহাট এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়া মো. আমির হোসেন ওরফে ভুট্টু-এর বসতবাড়ি হতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।