ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিএনজির ধাক্কায় নারী নিহত

সিএনজির ধাক্কায় নারী নিহত

নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির অদূরে দাঁড়িয়ে থাকা এস্কেভেটর বহনের ট্রলির পিছনে যাত্রীবাহী একটি সিএনজির ধাক্কায় আসমা বেগম নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন নিহতের পুত্র ও সিএনজি চালক। নিহত আসমা বেগম বগুড়া গাবতলী উপজেলার কাগইল গ্রামের মৃত টুকু মিয়ার স্ত্রী। গতকাল ভোর সাড়ে ৫টায় মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুরের নিকটে নারিকেল বাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শরা জানায়, গত সোমবার ভোরে নওগাঁর রানীনগর থেকে নিহত আসমা বেগম ও তার ছেলে রাজু আহম্মেদ একটি সিএনজি ভাড়া নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির শিবপুরের অদুরে নারিকেল বাগানের সামনে পৌঁছালে যাত্রীবাহী সিএনজিটি দাড়িয়ে থাকা এস্কেভেটর (ভেকু) বহনের ট্রলির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসমা বেগম নিহত হয়। এসময় তার ছেলে রাজু আহম্মেদ ও নওগাঁর রানীনগর উপজেলার ধনোপাড়ার সিএনজি চালক মিঠুন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত