ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিগগিরই চালু হচ্ছে বিরল স্থলবন্দর

শিগগিরই চালু হচ্ছে বিরল স্থলবন্দর

এডিবি অর্থায়নের মাধ্যমে বিরল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছে। পাশাপাশি ভারতের সঙ্গে আলোচনা করে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন এডিবির প্রতিনিধি দলের দায়িত্বশীল সদস্যরা। গত রোববার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার বিরল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করার ব্যাপারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্থলবন্দর পরিদর্শন করেছেন। দলটি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেছেন। এডিবির প্রতিনিধি দল স্থলবন্দরের রেলপথ ও সড়ক পথের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শনে আসেন। এডিবি’র প্রকল্প ম্যানেজার কাজী মোহাম্মদ আশরাফুল মুনিম জানান, বিরল স্থলবন্দর চালুর ব্যাপারে এডিবি এবং বিরল বন্দর কর্তৃপক্ষ ঐকমত্যে পৌঁছেছে। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যে ছিল সবার সঙ্গে আলোচনা করা। আমরা একমত হতে পেরেছি যে বিরল স্থলবন্দর হবে বাংলাদেশের একটি মডেল স্থলবন্দর। স্থলবন্দর, কাস্টমস, ইমিগ্রেশন সব কিছুই এক ছাতার নিচে রয়েছে। বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, বন্দরটি চালু হলে এই অঞ্চলের আর্থিক আর্থসামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। প্রত্যাশা করা হচ্ছে খুব শিগগিরই ইমিগ্রেশন চালু হবে। রেলপথ ও সড়কপথ চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে। এডিবি’র প্রতিনিধিদল স্থলবন্দরের সড়কপথ পরিদর্শনের আগে রেলপথ পরিদর্শন করেন। এ সময় ম্যানিলার এডিবির প্রধান পরিবহন বিশেষজ্ঞ মি. ইয়াসুশি তানাকা, এডিবি বাংলাদেশের সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ মি. অমৃতা রাও, প্রজেক্ট ম্যানেজার কাজী মোহাম্মদ আশরাফুল মুনিম, প্রকল্প পরিচালক ড. ডেভিড লুপটন, ডেপুটি টিম লিডার নাসিরউদ্দিন আহমেদ, জ্যান টমসিক, হেলেন এলিজাবেথ ম্যাকনাট, বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক আজিজুল ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত