কালীগঞ্জে থামছে না ফসলি জমির মাটি কাটা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে চলছে প্রকাশ্যে ফসলি জমির মাটি কাটার উৎসব। ফসলি কৃষি জমি পরিণত হচ্ছে গভীর পুকুর-ডোবায়-নালায়। ফলে দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হয়ে পড়ছে কৃষক। মাটি পরিবহনে ভারী লড়ি ট্রাক ও ট্রলি ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক, বাড়ছে সড়ক দুর্ঘটনা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া, বক্তারপুর, জামালপুর, মোক্তারপুর, বাহাদুরসাদী ইউনিয়নের বিভিন্ন মৌজায়। প্রায় অর্ধশতাধিক ভেকু দিয়ে এ মাটি কাটছে একটি প্রভাবশালী মহল। অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জ ও পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলায় বৈধ ও অবৈধ ইটভাটা মিলে প্রায় ২৫টি ইটভাটায় উৎপাদিত ইটের কাঁচামাল হিসেবে প্রায় ৭০ শতাংশ মাটি যায় কালীগঞ্জ উপজেলার তুমলিয়া, বক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী ও মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন ফসলি জমি থেকে। শুধু তুমলিয়া ইউনিয়নের মালিবন্ধ থেকে প্রতিদিন গড়ে ৫শ’ লড়ি অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। উপজেলা প্রশাসনিক দপ্তরের মাত্র ৮-১০ কিলোমিটারের মধ্যে গভীর রাত থেকে ভোর পর্যন্ত প্রকাশ্যে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটছে। বেদখলে মনে হয় সরকার থেকে অনুমতি নিয়ে জমির মালিকরা পুকুর খনন করছে।