মাধবপুরে জানুয়ারি মাসের বেতন না পেয়ে বিপাকে দপ্তরিরা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

চলতি ফেব্রুয়ারি মাসের ২০ দিন পেরিয়ে গেলেও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইটগার্ড পদে চাকরিরতরা এখনো জানুয়ারি মাসের বেতন পাননি বলে জানা গেছে। বেতন না পেয়ে পরিবারের খরচ চালাতে হিমসিম খাচ্ছেন তারা। মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইটগার্ড জগদীশ মালাকার ও শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইটগার্ড দিপক দেবনাথ জানিয়েছেন, বেতন না পাওয়ায় আমরা পরিবার পরিজন নিয়ে চলতে যথেষ্ট বেগ পাচ্ছি। জানা গেছে, মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০টি বিদ্যালয়ে ২০১৩-১৪ সালে দপ্তরি কাম নাইটগার্ড নিয়োগ দেয় শিক্ষা অফিস। আউটসোর্সিং কর্মী হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে তাদের বেতন দেওয়া হয়। মাসিক বেতন বাবদ দপ্তরি কাম নাইটগার্ডরা প্রতি মাসে ১৬ হাজার ১৩০ টাকা করে পেয়ে থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে পাওয়া বিল শিক্ষা অফিস থেকে হিসাব রক্ষণ অফিসে পাঠানোর পর তাদের নিজেদের অ্যাকাউন্টে বেতনের টাকা পোস্টিং দিয়ে দেয় হিসাব রক্ষণ অফিস। সচরাচর প্রতিমাসের ৭ তারিখের মধ্যেই বেতনের টাকা পেয়ে যান দপ্তরি কাম নাইটগার্ডরা। কিন্তু জানুয়ারি ২০২৪ সালের বেতন পাওয়া নিয়েই দেখা দিয়েছে বিপত্তি। মাসের ২০ দিন পার হতে চললেও বেতন পাননি তারা। উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান জানান, শিক্ষা অফিস থেকে বিল প্রস্তুত করে হিসাব রক্ষণ অফিসে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই পাঠানো হয়েছে। মাধবপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসারের দায়িত্বে থাকা লাখাই উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ জসিম উদ্দিন জানান, সোনালী ব্যাংকে শিক্ষা অফিসের নামে একটি স্টক টেক অ্যাকাউন্ট খোলার জন্য হিসাবরক্ষণ অফিস থেকে চিঠি দেয়া হয়েছে। স্টক টেক অ্যাকাউন্ট খোলা হলেই ওই অ্যাকাউন্টে সব দপ্তরি কাম নাইটগার্ডের বেতনের টাকা পোস্টিং দেয়া হবে। পরে স্টক টেক অ্যাকাউন্ট থেকে তাদের যার যার হিসাব নম্বরে টাকা জমা হবে। চিঠি পাওয়ার পরও শিক্ষা অফিস বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, শিগগিরই এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।