ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কমিটি অনুমোদন

সভাপতি খালেদুর রব মিঠু
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কমিটি অনুমোদন

চাঁদপুর জেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। গত সোমবার এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি মনোনীত হন জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি প্রবিধিমালা, ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন- সদস্য সচিব প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান তুহিন এবং অভিভাবক প্রতিনিধি ফাতেমা আক্তার। বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদনপত্র হাতে পেয়েছি। এজন্য আমি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয় ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি অতীতের মতো নবগঠিত কমিটি, শিক্ষক-শিক্ষিকাসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত