আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষার্থীদের পিঠা উৎসব

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ শ্রেণির কক্সবাজার পিঠাঘর, অষ্টম শ্রেণির রাজশাহী পিঠাঘর, নবম শ্রেণির সিলেট পিঠাঘর, দশম শ্রেণির বাসন্তি পিঠাঘর, একাদশ শ্রেণির আদিবাসী পিঠাঘর, খুলনা পিঠাঘর, দ্বাদশ শ্রেণির বরিশাইল্লা পিঠাঘর ও এইচএসসি পরীক্ষার্থীদের নিহার পিঠা বিলাসে বাহারি পিঠার সমারোহে আগত অভিভাবক ও অতিধিদের মুগ্ধ করে তোলে। বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. সেলিম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন পলাশ।

অধ্যক্ষ মো. রোমেনের ব্যবস্থাপনায় ও সহকারী শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় পিঠা উৎসবের উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকা, প্রতিষ্ঠানের পরিচালক মো. কামাল পারভেজ, মোহাম্মদ শাহজাহান মুন্সি প্রমুখ।