ঠাকুরগাঁও তিন দিনব্যাপী বইমেলা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল দুপুরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।

তিন দিনের এ মেলায় বিভিন্ন লেখকের বই নিয়ে ২৮টি স্টল বসেছে।

এছাড়া মেলার মঞ্চে প্রতিদিন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।