নিরাপদ খাদ্যবিষয়ক আলোচনা সভা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বেলা ১২টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজন করে। আলোচনা সভায় নওগাঁ জেলা ক্যাব এর সভাপতি আজাদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাংবাদিক আব্বাস আলী ও রিফাত হোসাইন সবুজসহ অন্যারা বক্তব্য রাখেন। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং ভোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন- শুধু ভোক্তা অধিদপ্তর তদারকি বা জরিমানা করেই শেষ না।

এ সংস্থার পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। কোনো পণ্যের দাম, মান ও ওজনে অসামঞ্জস্য থাকলে রশিদসহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হবে।

এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বেশি সচেতন থাতে হবে কৃষকদের। যেখানে থেকে শাক-সবজি বা খাদ্যশষ্য বাজারজাত হয়ে থাকে।