ভারতীয় ওষুধসহ চোরাকারবারির মূলহোতা আটক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় ওষুধসহ চোরাকারবারির মূলহোতা আরিফ হোসেন খানকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

আরিফ হোসেন শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের সামছুর শেখের ছেলে। গতকাল দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো: মুনতাসির ইবনে মহসীন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা পাঁচ গাঙ্গের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তিনি আরো জানান, এসময় সন্দেহজনক একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেন খানকে আটক করা হয়। এছাড়া ০১টি দেশীয় দা এবং একটি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। শ্যামনগর থানায় মামলা করা হয়েছে।