নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

‘শেখ হাসিনার উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে ধারণ করে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর আয়োজনে ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি একে এম মিজানুর রহমানের সভাপতিত্বে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। বক্তারা পল্লী বিদ্যুতায়নের সব কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ও অর্থনীতি গতিশীলতা, সভ্যতার ক্রমেই বিকাশের মূলচালিকা শক্তিই হচ্ছে বিদ্যুৎ। দেশের শিক্ষা, সংস্কৃতি সমাজব্যবস্থা শিল্পায়ন বাণিজ্যিক উত্তরণের জন্য বিদ্যুৎ অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরপর সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার কারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক, আবাসিক, দাতব্য প্রতিষ্ঠান, সেচ এবং সময় অনুযায়ী বিল পরিশোধকারী ৮৪ জনের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিতি সব গ্রাহকদের রেজিস্ট্রেশনের মাধ্যমে লটারি ড্র করে ১০ জনের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, সহ-সভাপতি জহির উদ্দিন, কোষাধ্যক্ষ ছায়েদা সুলতানা, কোম্পানীগঞ্জ নির্বাচিত এলাকা থেকে নুরুল ইসলাম সোহাগ, বেগমগঞ্জ নরুুল ইসলাম, মোহাম্মদ আকবর হোসেন, সমিতি বোর্ডের সদস্য সচিব আশরাফুল আলম, পল্লী বিদ্যুৎ এর গ্রাহক, কমিটির বিভিন্ন নবনির্বাচিত সদস্য এবং কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।